ফ্লোরিডায় ভারতকে আক্ষেপে পুড়িয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দারুণ পারফর্ম করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নিকোলাস পুরান।২০০৩ সালের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের আগে একটা প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা জেতান পেসার মাখায়া এনটিনি। সেখানে তিনি পুরস্কার হিসেবে পান একটা লনমোয়ার, যা ঘাস কাটার যন্ত্র।২০১৩ সালে প্রথম সিপিএলে ফ্র ম্যাচ সেরাদের দেয়া হতো নানা রকম বাদাম, চিপস ও কুকিজের প্যাকেজ।
একইসাথে সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর জন্যে জেতেন আরো একটি পুরস্কার। তবে স্বাভাবিক কোনো পুরস্কার নয়, পুরানকে দেয়া হয় একটি ইলেক্ট্রিক গিটার।
ক্রিকেটে দুই দলের হয়ে ২২ জন খেলে থাকেন মাঠে। সবাই যে থাকবেন সমান ছন্দে, এমনটা হবার নয়। তবে নানা সময়ে নানাভাবে তাদের মাঝেই কেউ কেউ ছাপিয়ে যান বাকিদের। নজর কাড়েন আলাদাভাবে। তাদের সেই কীর্তির সম্মাননা স্বরূপ স্পন্সর প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে নানা সব পুরস্কার। তবে কখনো কখনো তাদের দেয়া সে সব পুরস্কার দেখে চোখ কপালে উঠতে বাধ্য!
নিকোলাস পুরানের ইলেক্ট্রিক গিটার জেতার সপ্তাহ দুয়েক আগে আরো একটি অদ্ভুত পুরস্কার জেতেন আরেক ক্যারিবীয় শেরফান রাদারফোর্ড। গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এবারের আসরে টুর্নামেন্ট সেরা হয়ে রাদারফোর্ড পুরস্কার হিসেবে পান যুক্তরাষ্ট্রে আধা একর জমি।
তবে এমন আরো অসংখ্য মজার ঘটনা আছে ক্রিকেটে। ২০২০ সালে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজে পুরস্কার হিসেবে ঝাই রিচার্ডসনকে দেয়া হয়েছিল জুতোর ফিতা ও ব্যাটের গ্রিপ। ২০১৭ সালের ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে জসপ্রীত বুমরাহকে মিনি ট্রাক উপহার দিয়েছিল আয়োজকরা।
ঘটনাটা ২০২১ সালের তখন ভারতের বাজারে জ্বালানি তেলের দাম হুট করেই বেড়ে যায়। তখন ভূপালের এক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেয়া হল পাঁচ লিটার পেট্রোল! যার গায়ে ছিল আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যাঙ্গ করে আঁকা কার্টুন।
এছাড়া ২০২০ সালে কাশ্মীরের স্থানীয় একটা ম্যাচে বেশ আজব একটা পুরস্কারের দেখা মেলে। সেখানে সেরা খেলোয়াড় পেয়েছিলেন একটি মাছ। তার ওজন ছিল আড়াই কেজি। ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার ঝড় তোলে।
অদ্ভুত সব পুরস্কার দেয়ার রীতি-রেয়াজ বাংলাদেশেও আছে। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে দেয়া হয়েছিল ‘রাইস কুকার’।
২০১০ সালে একই টুর্নামেন্টে ইংল্যান্ডের আরেক ক্রিকেটার লুক রাইট ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি ব্লেন্ডার!