দীর্ঘ জল্পনা-কল্পনা পেরিয়ে অবশেষে ডন হয়ে পর্দায় আসতে চলেছেন বলিউডের এনার্জেটিক তারকা রণবীর সিং। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ‘ডন ৩’-এর অফিশিয়াল ঘোষণার টিজার। এবার শাহরুখ খানের চরিত্রে ডনের জগতে আধিপত্য ছড়াবেন রণবীর সিং। তবে শাহরুখের জায়গায় রণবীর সিংয়ের অন্তর্ভূক্তি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের মাঝে বেশ বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
সামাজিক মাধ্যমেও হতাশা ব্যক্ত করেছেন দর্শকদের অনেকেই। তবে এবার নতুন করে এক গুঞ্জন শোনা যাচ্ছে যার ফলে ডন ভক্তদের মধ্যে নতুন এক উন্মাদনা তৈরি হয়েছে।
শোনা যাচ্ছে, রণবীরের ‘ডন ৩’-এ ক্যামিও চরিত্রে হাজির থাকছেন বলিউডের আগের দুই ডন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান! প্রথমবারের মতো দুই ডনকে একসঙ্গে পর্দায় দেখবে বলিউড। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে বলিউডের শাহেনশা ও বাদশাকে।
নির্মাতা ফারহান আখতারের ঘনিষ্ঠ এক সূত্রের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘ডন থ্রি’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে। ফারহান দুই প্রজন্মের দুই ‘ডন’কে একসঙ্গে পর্দায় আনতে চলেছেন ‘ডন ৩’-এর মধ্যে দিয়ে। শোনা যাচ্ছে, ফারহানের সঙ্গে নাকি বৈঠকে বসছেন রণবীর, শাহরুখ ও অমিতাভ। সিনেমাটি নিয়ে চলছে আলোচনা।
তবে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি নির্মাতাদের পক্ষ থেকে।
এদিকে ‘ডন ৩’ নির্মাণের ঘোষণার পর থেকেই একের পর এক গুঞ্জনে ভারি হয়ে আছে বলিউড। নিত্য নতুন আপডেট আসছে সিনেমাটি ঘিরে। সিনেমাটির নারী প্রধান চরিত্রে প্রথমে কিয়ারা আদভানির নাম শোনা যায়। এরপর সামনে আসে কৃতি স্যাননের নাম।
সর্বশেষ জানা গেছে, রোমার ভূমিকায় কৃতি কিংবা কিয়ারা নন বরং দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। রণবীর সিংয়ের ‘ডন ৩’ হিট করতে সেরা পছন্দ হিসেবে দীপিকা পাড়ুকোনকেই রোমার ভূমিকায় ভাবছেন নির্মাতারা। কারণ রণবীরের সঙ্গে প্রথম সারির কোনো নায়িকাকেই ফিমেল লিড হিসেবে দেখতে চাইছেন তারা। তাছাড়া রোমার চরিত্রের জন্য যে ধরণের অ্যাকশন সিকুয়েন্স শুট করতে হবে তা অ্যাথলেট দীপিকার পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন নির্মাতারা।