আর্জেন্টিনায় আগেও লিওনেল মেসি ছিলেন দেবতার আসনে।সম্প্রতি চালানো একটি জরিপে দেখা গেছে আর্জেন্টাইনদের একটা বড় অংশ লিওনেল মেসিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়।
কাতার বিশ্বকাপ জিতিয়ে নিজেকে জনপ্রিয়তার আরও শীর্ষে নিয়ে গেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
জরিপের ফলাফলে দেখা গেছে ৪৩.৭ শতাংশ মানুষ সরাসরি মেসিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তবে বিপরীতে ৩৭.৯ শতাংশ মানুষ মেসিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না।
এছাড়াও আরও ১৭.৫ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন তারা প্রেসিডেন্ট নির্বাচনে মেসিকে ভোট দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে পারেন।
সবমিলিয়ে মেসিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাওয়া লোকের সংখ্যা ৬০ শতাংশের বেশিই বলা যায়।