খেলাধুলাফুটবল

বহিষ্কার হতে পারেন স্পেন সভাপতি

প্রথম মহিলা বিশ্বকাপ জয়। এরপর অতি উল্লাসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফুটবলার জেনিফার হারমোসোকে জড়িয়ে ধরে চুমু দেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এ নিয়ে ব্যাপক সমালোচনা। এরপর ঘটনার জন্য ক্ষমাও চান রুবিয়ালেস। ঘটনা ঘটে যাওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভুক্তভোগী হারমোসোও। তিনি শাস্তি দাবি করেছেন ফেডারেশন সভাপতির। সব কিছু মিলিয়ে বেশ চাপেই আছেন অপরাধী রুবিয়ালেস।

সর্বশেষ তথ্য ফিফাও তার বিরুদ্ধে তদন্তে নেমেছে। যার অর্থ দাঁড়াচ্ছে বহিষ্কার হতে যাচ্ছেন স্পেন ফুটবলের সর্বময় কর্তা। তাকে বহিষ্কারের দাবি করেছে স্প্যানিশ মহিলা ফুটবল লিগ কমিটি। স্পেন সরকারও ঘটনার সঠিক তদন্ত দাবি করেছে।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ খুবই অসন্তুস্ট রুবিয়ালেসের এই ঘটনায়। তিনি স্রেফই ক্ষমা চাওয়াটাকে অপর্যাপ্ত বলে অভিহিত করেছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৫ আগস্ট) জরুরি সভা ডেকেছে স্পেন ফুটবল ফেডারেশন। এতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে।

গত রোববার অস্ট্রেলিয়ার মাঠে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ জয় করে স্পেন। এর পরই সেই লজ্জাজনক ও দুঃখজনক ঘটনার সৃষ্টি। 

স্পেন মহিলা ফুটবল লিগ কমিটির মতে, তার এই আচরণ মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবলার মেগান রাপিনিও চটেছেন রুবিয়ালেসের এই আচরণে। তার মতে, ‘এটা তো যৌন অপরাধ।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button