ক্রিকেট

তাসকিন আহমেদ বিপিএলে ঢাকার হয়ে খেলবেন

আর মাত্র কয়েক দিন পরই মাঠে গড়াচ্ছে বিপিএল। দুর্বলতা কাঁটিয়ে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামার শেষ ছক কষছে তারা। যেখানে দলের শক্তি বাড়াতে এখনো যোগ করছে নতুন নতুন মুখ।আলোচনা-সমালোচনা সাথে নিয়েই শুরু হচ্ছে এবারের আসর। এদিকে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলো।

বিপরীতে যখন দেশীয় লেগ স্পিনাররা বিপিএলে দল পাচ্ছে না, তখন শ্রীলঙ্কা থেকে লেগ স্পিনার আনছে চট্টগ্রাম। লঙ্কান প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার বিজয়ী ও আসরের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী বিজয়কান্ত ভিয়াসকান্তকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। তাছাড়া পাকিস্তানের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার খাজা নাফেকেও শেষ মুহূর্তে এসে দলভুক্ত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

নতুন ক্রিকেটার সংযোজনে চমক দেখিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে সেই চমকটা প্রশংসনীয় নয়, বরং একটু চমকপ্রদই বটে। বিশেষ করে মালিন্দা পুষ্পকুমারের অন্তর্ভুক্তি সমালোচনার ঝড় তোলেছে দেশের ক্রিকেট মহলে। পুষ্পকুমারা এর আগে বাইরের কোনো ফ্রাঞ্চাইজি লিগ তো দূর, সুযোগ পাননি নিজের দেশের লঙ্কান প্রিমিয়ার লিগেও। যা নিয়ে কটাক্ষ করছে স্বয়ং লঙ্কানরাও।

এদিকে এখন পর্যন্ত টুর্নামেন্টকে ঘিরে সবচেয়ে কম আলোচনায় থাকা রাজধানীর দলটিও তাদের শেষ মুহূর্তে নিজেদের গুছিয়ে নিচ্ছে। নানান নাটকীয়তার পর ঢাকা ডমিনেটর্স এবার রাজধানীর দলটির মালিকানা নিলেও এখন পর্যন্ত তারা বেশ নিষ্প্রভই বটে। তবে এরই মাঝে জানা গেছে দলটির অধিনায়কের নাম। শোনা গেছে, এবার ঢাকার নেতৃত্ব দিবেন স্বয়ং তাসকিন আহমেদই।

আগামী ছয় জানুয়ারী থেকেই শুরু হচ্ছে এবারের বিপিএল আসর। সব শঙ্কা কাঁটিয়ে বেশ জোরেশোরেই বেজে উঠেছে বিপিএলের দামামা। সাত দলের এই টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button