আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

অন্যের ছেড়ে দেয়া আসনে ছেলেকে নিয়ে টাইটানে বসেছিলেন পাকিস্তানি ধনকুবের!

আটলান্টিকের অতলে হারিয়ে গেল মিনি সাবমেরিন (ডুবোযান) টাইটান। যে টাইটানিক দর্শনের জন্য এত ঘনঘটা, সেই জাহাজের মতোই করুণ পরিণতি ডুবোযানের। এই টাইটানেই সওয়ার হওয়ার কথা ছিল লাস ভেগাসের বিনিয়োগকারী জে ব্লুম এবং তার ছেলের। বলা ভালো, ভাগ্যের জোরেই এক প্রকার প্রাণে বাঁচলেন তারা। আর তাদের জায়গায় বসে প্রাণ হারালেন পাকিস্তানে এক বিলিওনিয়ার ও তার ছেলে।

টাইটান আদৌ কতটা সুরক্ষিত, তা নিয়ে জে-র মনে খানিক সঙ্কোচ ছিল। তাই শেষ মুহূর্তে তিনি সেই অভিযান থেকে নিজেকে সরিয়ে নেন। তবে সেটা তখন প্রকাশ করেননি। সময়ের অভাবে অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি। এর পরেই জে এবং তাঁর ছেলের জন্য সংরক্ষিত টিকিট পান পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ এবং সুলেমান দাউদ। টাইটানিকের ভগ্নাবশেষ দেখতে গিয়ে আর ফিরে আসেননি তারা।

ওশিয়ানগেটের (যে কোম্পানি ওই ডুবোযান তৈরি করে) সিইও স্টকটন রাশ বিগত এক বছর ধরে জে-কে টাইটানে সওয়ার হওয়ার জন্য রাজি করিয়েছিলেন। স্টকটনের কথায় খানিক প্রভাবিতও হয়েছিলেন তিনি। আটলান্টিকে গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী ছিলেন তার ২০ বছরের ছেলেও। তবে শেষমেশ পিছিয়ে আসেন তাঁরা।

সপ্তাহ দুয়েক আগে এক পথ দুর্ঘটনায় কাছের বন্ধুকে হারিয়েছিলেন জে। তার পরেই যেন আরো সাবধানী হয়ে ওঠেন তিনি। যেসব জিনিসপত্র দিয়ে টাইটান তৈরি এবং চালানো হয়েছে, তা জে-র কাছে বিশেষ ঠিক বলে মনে হয়নি। যার ফলে শেষ পর্যন্ত টাইটানে সওয়ার হননি তিনি।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button