শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদআবহাওয়াদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

আজ সকাল ৯ টা থেকে ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর লঘুচাপের বাড়তি অংশের অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সাথে সংশ্লিষ্ট অপর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনি¤œ তাপমাত্রা কুতুবদিয়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর ৫ টা ১৮ মিনিটে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত