আল হিলাল থেকে ডাক পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যদি ডাকে সাড়া দিয়ে আরবের পথে উড়াল দেন তিনি, তবে দল বদলের বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন এই ফরাসী তারকা। ভেঙে দিবেন নেইমারের ২২ কোটি ২০ লাখ ইউরোর রেকর্ডও! জানা গেছে ৩০ কোটি ইউরোর বিশাল প্রস্তাব নিয়ে এমবাপ্পের দুয়ারে দাঁড়িয়ে আল হিলাল।
মাস দুয়েক আগে ফুটবল পাড়ায় বেশ আলোচনায় ছিল সৌদি ক্লাব আল হিলাল। লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করে আলোচনায় উঠে আসে ক্লাবটি। তবে শেষ পর্যন্ত তারা সমর্থ হয়নি, মোটা অংকের টাকা দেখিয়েও লিওনেল মেসিকে দলভুক্ত করা যায়নি।
মেসিকে না পেলেও আলোচনা থেকে হারিয়ে যায়নি আল হিলাল। এরপর তারা আলোচনায় উঠে আসে নেইমারকে নিয়ে। মেসির অপ্রাপ্তি ঘোঁচাতে নেইমারকে চেয়েছিল তারা। তবে তা গুঞ্জনই থেকে গেছে। এবার তারা আবারো আলোচনায় এমবাপ্পেকে নিয়ে। ফরাসী এই তারকাকে দলে ভেড়াতে আল হিলাল বেশ জোড়ালো তদবির চালাচ্ছে।
পিএসজির কাছ থেকে এমবাপ্পেকে নিজেদের ডেরায় ভেড়াতে ৩০ কোটি ইউরো প্রস্তাব দিয়েছে তারা। শুধু তাই নয়, পারিশ্রামিক হিসেবেও বেশ মোটা অংক অফার করেছে আল হিলাল। মৌসুম প্রতি দিতে চায় ৬৯ কোটি ৫০ লাখ ইউরো! অথচ মেসিকেই কিয়ান বছর প্রতি ৪০ কোটি ইউরো দিতে চেয়েছিল তারা!
আল হিলালের প্রস্তাবে সাড়া দিয়েছে পিএসজি কতৃপক্ষ। তাদের অনুমতি দিয়েছে এমবাপ্পের সঙ্গে দলবদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার। এবার বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ‘হ্যাঁ’ বলে দিলে নেইমারকে ছাড়িয়ে তিনিই হবেন দলবদল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়!
পিএসজির রাজি হওয়াটা অস্বাভাবিক নয়। এমবাপ্পে নিজেই আগামী মৌসুম শেষে চুক্তি নবায়ন না করার বিষয়টি জানিয়ে দেয়ার পর থেকেই তাকে এই দলবদলে বিক্রি করতে উঠেপড়ে লেগে যায় পিএসজি। এর কারণও আছে। আগামী মৌসুমে ফ্রি অ্যাজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। সেই ক্ষেত্রে দলবদলের টাকা পাবে না পিএসজি। তাই আল হিলালের এই অফার তাদের কাছে স্বপ্নসমই বটে!