শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
প্রচ্ছদরাজনীতিবিদেশীরা যেসব কথা বলছেন,তাতে ক্ষমতাসীন মন্ত্রী ও নেতাদের সুইসাইড করা উচিত :...

বিদেশীরা যেসব কথা বলছেন,তাতে ক্ষমতাসীন মন্ত্রী ও নেতাদের সুইসাইড করা উচিত : আমীর খসরু

সুষ্ঠু নির্বাচন নিয়ে বিদেশীরা যেসব কথা বলছেন, তাতে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের সুইসাইড করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সামনের দিনে সরকারবিরোধী কর্মসূচি আরো জোরদার হবে।আমীর খসরু বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে বিদেশীরা যেসব কথা বলছেন, তাতে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের সুইসাইড করা উচিত।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাথে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে আমীর খসরু বলেন, বিএনপির পদযাত্রা, সমাবেশ, কিংবা আন্দোলন অহিংস। সহিংসতা করার কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে বিদেশীরা যেসব কথা বলছেন, তাতে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের সুইসাইড করা উচিত।’

সামনের দিনে সরকারবিরোধী কর্মসূচি আরো জোরদার হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক দফার আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।

বৈঠকে বিএনপির পক্ষে আমীর খসরু ছাড়া আরো ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজসহ পাঁচ সদস্য অংশ নেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত