রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালঝালকাঠিঝালকাঠি সদর হাসপাতাল কাম্পাউন্ডে নার্সকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা

ঝালকাঠি সদর হাসপাতাল কাম্পাউন্ডে নার্সকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা

ঝালকাঠি সদর হাসপাতাল কম্পাউন্ডে শাজমিন জাহান (৩৫) নামে এক নার্সকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুক ও পেটসহ শরীরের কয়েকটি স্থানে জখম হয়ে ওই নার্স এখন হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে জেলা সদর হাসপাতালের নার্স কোয়ার্টারের রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহত নার্স জানান, ভোর সাড়ে ৫টার দিকে নার্স শাজমিন জাহান নিজের কোয়ার্টার থেকে বের হয়ে সদর হাসপতাল কম্পাউন্ডে হাঁটতে বের হন। এসময় মুখোশপরা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এসময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় শাজমিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মেহেদী হাসান জানিয়েছেন, আহত নার্স শাজমিনের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

বর্তমানে ওই নার্স শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় আহত নার্স সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন সরকার বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ওই দুর্বৃত্তদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত