রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
spot_img
প্রচ্ছদবাংলাদেশসারাদেশসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

বিএনপির মহাসমাবেশে সাংবাদিকদের ওপর হামলা ও মারপিটের প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আজ সোমবার দুপুরের দিকে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি এস, এম তফিজ উদ্দিন, ইসরাইল হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বাবু, সাবেক প্রচার সম্পাদক গাজী এস এইচ ফিরোজী, সাংবাদিক রিংকু কুন্ডু, জয়নাল আবেদীন জয়, রোমান ও অশোক ব্যানার্জী প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহা সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১৭ জনের বেশি সাংবাদিক হামলার শিকার হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের। এমন ন্যক্কারজনক আচরণ কারও জন্য কাম্য নয়। এ হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে শাস্তি দাবী করেন বক্তারা।
এ মানববন্ধনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত