ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকারি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা মুকেশ সিং এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাসড়কে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে বুধবার জম্মু শহরের বাইরে একটি ট্রাককে থামতে বলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ট্রাক থামিয়ে ভেতর তল্লাশি শুরু করলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চার জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। ওই ট্রাক থেকে অন্তত আটটি অটোমেটিক রাইফেল এবং কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে ওই ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। তবে ওই বন্দুকযুদ্ধের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বার্তা সংস্থা এপি