বরিশাল

বরিশালে ঝড়ে পড়া গাছের চাপায় এক বৃদ্ধর মৃত্যু

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ী মহল গ্রামে ঝড়ে পড়ে যাওয়া গাছের চাপায় রজিদ শেখ নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সদর উপজেলার রাঢ়ী মহল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজিদ শেখ একই গ্রামের ইসরাইল শেখের ছেলে। স্থানীয় গ্রাম পুলিশ ইব্রাহিম আকন জানান, আজ সকালে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলো রজিদ শেখ। হঠাৎ ঘরের পাশে থাকা একটি চাম্বুল গাছ তার ঘরের উপরে পড়ে গাছ চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার অফির্সার ইনর্চাজ এআর মুকুল বলেন, নিহতর পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত ওই বৃদ্ধর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button