শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
প্রচ্ছদজাতীয়ওরা তো সরকারের ভাড়া করা বাহিনী,সরকারের পুলিশ বাহিনী হাইকোর্ট মানে না : রিজভী

ওরা তো সরকারের ভাড়া করা বাহিনী,সরকারের পুলিশ বাহিনী হাইকোর্ট মানে না : রিজভী

 বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন,সরকারের পুলিশ বাহিনী হাইকোর্ট মানে না। ওরা আইন মানে না। ওরা মানবে কেন? ওরা তো সরকারের ভাড়া করা বাহিনী।তিনি বলেন, বর্তমান দেশের দুঃশাসন ও অগণতান্ত্রিক সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণের চাপ ও অন্যান্য গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত চাপের কাছে মাথা নোয়াবেন না বলে বলেছেন আওয়ামী শাসকগোষ্ঠী।

শুক্রবার সন্ধ্যায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণের উত্থান, তারুণ্যের উত্থানে ভয় পায় এ সরকার। সেই ভয়ে তারা আমাদের নেতাদের আটকে রেখেছে। মুক্তি দিতে চাচ্ছে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, আবারো ভোটারবিহীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। লেট ক্লিয়ারিং -এর জন্য যাতে অনেক ড্যামারেজ দিতে না হয়, সে বিষয়ে ইতিহাসের শিক্ষা থেকে সরকারের সতর্ক হওয়া উচিৎ।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খায়রুল ভূঁইয়া, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত