অর্থনীতিজাতীয়

কাঁচামরিচ আমদানি শুরু, ১১৬০০ টনের অনুমতি

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ নিত্যপণ্যটি আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।এছাড়া ৬৮টি কোম্পানিকে ৫৫ হাজার ৬০০ মেট্রিক টন টমেটো আমদানির অনুমতি দেয়া হয়েছে।

গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় ৩০টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৬০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।

সম্প্রতি স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে, আজ সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে বলে জানা গেছে। সকাল সাড়ে ১১টায় কাঁচা মরিচ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে বলে বন্দর সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button