জাতীয়রাজনীতি

প্রধানমন্ত্রী আমেরিকা থেকে ভয় পেয়ে এসেছে ,তাই আবোল-তাবোল বকছে : মির্জা ফখরুল

এখন প্রতিরোধের বিকল্প নেই বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে গত এক মাসে ৩৮৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার ভয় পাইছে, ভালোই ভয় পাইছে, আমেরিকা থেকে এসে ভয় পেয়ে গেছে’ তাই এখন আবোল-তাবোল বকছে, দেশের সার্বভৌমত্বের উপর হুমকিমূলক কথা বলছে। আমেরিকা থেকে এসে বলে তারা আমাকে দুই দিনেই ক্ষমতায় থেকে সরিয়ে দিতে পারে। আবার বলে, সেন্টমার্টিন দিলে নাকি ক্ষমতায় থাকতে পারবে।

সোমবার বিকেলে নয়া পল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি খালিদ হোসেন জ্যাকীসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, সরকার এখন ভয়ে সারাদেশে পুলিশের এসপি, ডিআইজি এবং ডিসিকে বদলি করছে, তবে যতই বদলি করেন না কেন? পতনের সময় কোনো লোক কাছে পাবেন না, আস্তে আস্তে সব সরে যাবে।

মহাসচিব বলেন, ‘আপনাকে (শেখ হাসিনা) এখন আর প্রয়োজন নেই, এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তার জবাব দিয়ে দিয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, মরিচের অনেক দাম বেড়েছে, তাই না? ১ হাজার টাকা কেজি, মরিচের যে ঝাঁঝ তা এ সরকার আর সহ্য করতে পারছে না। আজকে দেশের মানুষ বাঁচার অধিকার চায়, ১ হাজার মরিচের কেজি। আজকে কৃষককরা ১ মণ ধান বিক্রি করে ১ কেজি মরিচ কিনছে। আজকে চাল, ডালসহ সকল পণ্যের দাম বেড়ে গেছে।

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না কারণ এরা ক্ষমতায় থাকলে জনগণ ভোটই দিতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যেখানে গ্রেফতার করা হবে সেখানেই তাৎক্ষণিক বিক্ষোভ করা হবে, আর ছাড় নয়। খালিদ হোসেন জ্যাকীসহ সারাদেশের নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার করছে, তাদের নামে কোনো ওয়ারেন্ট নাই।

গ্রেফতারের প্রতিবাদে ডাকা বিএনপির বিক্ষোভ মিছিলটি নয়া পল্টন থেকে শুরু হয়ে শান্তি নগর দিয়ে ফের নয়া পল্টনে এসে শেষ হয়।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button