জাতীয়রাজনীতি

যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল।তিনি বলেন, ‘প্রতিনিধি দলটি বলেছে তারা এখানে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে আসেনি। বরং, তারা শুধু দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়।

বৃহস্পতিবার আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মার্কিন প্রতিনিধি দলকে বলেছি যে আইন প্রয়োগকারী সংস্থা প্রস্তুত এবং নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে।

তিনি আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাসও দিয়েছে মার্কিন প্রতিনিধি দল।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button