মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন সোমবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটি সম্পর্কোন্নয়ন প্রচেষ্টার প্রতি সহায়তার একটি প্রতীকী ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বিকেল সাড়ে ৪টায় (গ্রিনিচ মান সময় ০৮৩০টা) চীনের নেতার সাথে সাক্ষাত করবেন।
২০১৮ সালের পর থেকে এটি চীনে সর্বোচ্চ পর্যায়ের মার্কিন সফর।