ঝালকাঠির নলছিটিতে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বাবু মৃধা (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পৌরসভার নান্দিকাঠি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাবু মৃধা ওই এলাকার মো. সেকান্দার আলী মৃধার বড় ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নিহত বাবুর বোন জামাই রবিউল জোমাদ্দার জানান, বাবু মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন স্থানে তার চিকিৎসাও করা হয়েছিল। তার পরেও সে তেমন একটা সুস্থ হয়নি। এর আগেও একবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল। ওরে শিকল দিয়ে বেধে রাখা হতো।
মাঝেমধ্যে সুস্থ হলে তখন ছেড়ে দেওয়া হয়। আজকে সকালে আমার স্ত্রীর বড় বোন সুমি তাকে ঘরের সামনে পুকুর পাড়ে আম গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে আমাদের খবর দেয়।পরে থানা পুলিশে খরব দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানসিক রোগী বাবুর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।