ঝালকাঠিবরিশাল

ঝালকাঠিতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলায় ১৯ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিব হাওলাদার (৫০) নামে এক বখাটের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই যুবতীর বড় ভাই থানায়  বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত হাবিব হাওলাদার কুশঙ্গল এলাকার মৃত এস্কেন আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও পরিবার থেকে জানা গেছে,গতকাল সন্ধ্যায় ১৯ বছরের ওই যুবতী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তার মা বাজারে ওষুধ আনতে গেলে সুযোগ বুঝে খালি ঘরে পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। এসময় ডাক চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে হাবিব পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে।

এবিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রোববার সকালে মেয়েটির ভাই বাদী হয়ে  মামলা করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের পর থেকে আসামী পলাতক রয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button