জাতীয়প্রধানমন্ত্রী কর্নার

নভেম্বরে থাইল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর বিভিন্ন খাতের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলেনে যোগ দিতে আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে যাবেন। ৩০ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বিমসটেককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে এবং কীভাবে জোটের অগ্রগতি করা যায়, সেটি নিয়ে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে তিনি জানান।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ এই জোটের নতুন চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে।

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সৌরভ কুমারের সঙ্গে এদিন দুপুরে বিমসটেক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, এবার ভারত থেকে বিমসটেকের নতুন মহাসচিব মনোনীত হবেন। ফলে নতুন চেয়ার বাংলাদেশ এবং ভারতের নতুন মহাসচিব একই সঙ্গে যেন কাজ করতে পারেন, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রসচিব জানান, ১৭ জুলাই থাইল্যান্ডে জোটের সদস্যরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের অবকাশ বৈঠক হবে এবং সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button