মোঃ আলাল আহমদ কুয়েত প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা সালোয়া- কুয়েত মিনি স্টেডিয়ামে শুয়েখ বাংলা ক্লাবের আয়োজনে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন,কুয়েতের সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেনজাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ‘শুক্রবার ২৪ নভেম্বর কুয়েতের সালোয়া মিনি স্টেডিয়ামে শুয়েখ বাংলা ক্লাবের আয়োজনে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন,কুয়েতের সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত হয়।আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরাদুল হক চৌধুরী
মুরাদ আহবায়ক বাংলাদেশ কমিউনিটি, কুয়েত,বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব, কামরুজ্জান টিটো, জায়েদুর রহমান জায়েদ, সভাপতি বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন,কুয়েত,মোঃ শাহজালাল তালুকদার (মহন) সভাপতি ইছামতী স্পোটিং ক্লাব কুয়েত মোঃ সোহেল সাধারণ সম্পাদক ইছামতী স্পোর্টিং কুয়েত ক্লাব মোঃ আবুছালেহ সিনিয়র সাধারণ সম্পাদক ইছামতী স্পাোটিং ক্লাব কুয়েত।সহ সভাপতি সেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন সহ আরও অনেকে। খেলাটিতে শুয়েখ বাংলা ক্লাব ২-০ গোলে ইছামতি ফুটবল ক্লাবকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেন।১৪টি ক্লাবের কর্মকর্তা, খেলোয়ার সহ অশংখ্য কুয়েত প্রবাসী খেলাটি উপভোগ করেন।
সভাপতিত্ব করেন রিপান হোসেন ও পরিচালনায় ছিলেন হানিফ খান- সাধারণ সম্পাদক শুয়েখ বাংলা ক্লাব।
জায়েদুর রহমান জায়েদ, সভাপতি বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত,সহ সভাপতি সেখ আব্দুস সালাম,সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন সহ আরও অনেকে।খেলাটিতে শুয়েখ বাংলা ক্লাব ২-০ গোলে ইছামতি ফুটবল ক্লাবকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেন। ১৪টি ক্লাবের কর্মকর্তা,খেলোয়ার সহ অশংখ্য কুয়েত প্রবাসী খেলাটি উপভোগ করেন।
সভাপতিত্ব করেন রিপান হোসেন ও পরিচালনায় ছিলেন হানিফ খান- সাধারণ সম্পাদক শুয়েখ বাংলা ক্লাব। আয়োজিত টুর্নামেন্টে কুয়েতের অবস্থানরত সকল ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন
ও বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর নেতৃবৃন্দরা অবস্থিত ছিলেন।