শিক্ষা

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের শিশুরা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন,শিশুদের আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের শিশুরা।জাকির হোসেন আরও বলেন, শিক্ষা মানবিক ও বুদ্ধিভিত্তিক নাগরিক তৈরি করে। সরকার প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসব আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণশিক্ষা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য বেগম শিরিন আক্তার প্রমুখ।

বই বিতরণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সব বই কাগজের অভাবে প্রেস থেকে দিতে পারেনি। আগামী এক মাসের মধ্যে আমরা সব বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে পারব বলে আশা করি।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button