বরিশাল

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সিরাজুল ইসলাম আক্কাস আলী (৬৫) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।


বুধবার (১৪ জুন) সকালে উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ারুল হক টোকন জানান, ‘সিরাজুল ইসলাম আক্কাস আলী একজন গ্রাম্য ডাক্তার, আফালকাঠী বাজারে তার ফার্মেমিতে আজ হালখাতা ছিল। সকাল বেলা তিনি দোকানের ওপরে মাইক লাগাতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।’

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো: আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button