পাঁচ হাজার ৪০০ কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করে সৌদি আরবে পৌঁছেছেন এক পাকিস্তানি যুবক। ৬ মাস ১৩ দিনের এ সফর শেষে সুখবরও পেয়েছেন তিনি। পাকিস্তান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে- এরই মধ্যে সৌদি সরকার তাকে হজ করার ভিসা দিয়েছে।হজ আদায়ের স্বপ্ন নিয়ে দুর্গম এই সফর শুরু করেন ওসমান আরশাদ। যাত্রা শুরুর পর থেকে প্রতিদিন তিনি ৩৫ থেকে ৬০ কিলোমিটার পথ অতিক্রম করেন।
বৃহস্পতিবার একাধিক উর্দু সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। সূত্রগুলো জানাচ্ছে- ওই যুবকের নাম ওসমান আরশাদ। তার বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা জেলায়। তিনি ওকারা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের ছাত্র।
ওসমান ২০২২ সালের অক্টোবরে মক্কার উদ্দেশে মাতৃভূমি ওকারা ত্যাগ করেন এবং চলতি বছরের ১৩ এপ্রিল সৌদি আরবে পৌঁছান।
সৌদি আরব পৌঁছতে তিনি ইরান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ বেছে নেন। এ সময় তার পায়ে ফোসকা পড়ে গেলেও যাত্রা মওকুফ করেননি।
এই সফরে পাকিস্তানি এই যুবক অন্তত ৮ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি খরচ করেছেন।
তিনি যখন সফর শুরু করেছেন, তখনও হজের ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরু হয়নি। এজন্য তার ভিসা পেতে দেরি হলো। তবে যাত্রা শুরুর সময় তার কাছে ওমরাহর ভিসা ছিল।
উল্লেখ্য, ওসমান আরশাদ হজযাত্রা শুরুর আগেও বড় একটি পায়ে হাঁটা সফর করেছেন। তিনি মাত্র ৩৪ দিনে পায়ে হেঁটে ওকারা থেকে খুঞ্জরাব পাস পর্যন্ত গিয়েছিলেন।