শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালপটুয়াখালীমহিপুর থানাধীন কুয়াকাটার চুরির দায়ে এজাহার নামীয় ০১ জন আসামী র‌্যাব—৮, সিপিসি—১,...

মহিপুর থানাধীন কুয়াকাটার চুরির দায়ে এজাহার নামীয় ০১ জন আসামী র‌্যাব—৮, সিপিসি—১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার

১। র‌্যাব -৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প অদ্য ২৯/০৭/২০২৩ ইং তারিখ পটুয়াখালী জেলার মহিপুর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ঘটনার বিবরণে জানা যায়, মুরগীর পাইকারী ব্যবসায়ী মোঃ রিয়াজ (২৮), পিতা- মোঃ মোহাজ্জেম হাওলাদার, সাং-মিরপুর, বাসা নং-৭৮/৫ বড়বাগ, মিরপুর-২ মডেল থানা, জেলা- ঢাকা গত ২৩/০৭/২০২৩ ইং তারিখে তার ম্যানেজার মোঃ মনির হোসেন কে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দিয়ে পিকআপযোগে আসামী মোঃ আলামীন হোসেন(২২), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান, সাং-রতনপুর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা সহ আরো ০৩ জন সহযোগীকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামস্থ মোঃ আবু সাইদ এর মুরগীর খামারে পাঠান। রাত্র আনুমানিক ২০:০০ ঘটিকায় মুরগীর খামারে পৌঁছানোর পর ম্যানেজার মোঃ মনির হোসেন খামার মালিক মোঃ আবু সাইদ এর সাথে মুরগীর দর-দাম এবং মুরগী মাপার কাজে ব্যস্ত থাকে। মুরগীর দাম-দর এবং মাপ-জোপের কাজ শেষে মুরগীর টাকা পরিশোধের জন্য একই তারিখ রাত্র ২২:৩০ ঘটিকার সময় পিকআপের টুলবক্সে রাখা নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নিতে গেলে দেখেন যে টুলবক্সটি ভাঙ্গা এবং এর ভিতরে কোনো টাকা নেই। উক্ত স্থানে পূর্ব সময় হতে গাড়ির নিকট থাকা গাড়ির হেলপার আসামী মোঃ আলামীন হোসেন’কে দেখতে না পেয়ে ম্যানেজার মোঃ মনির হোসেন সহ অন্যান্য উপস্থিত ব্যক্তিরা খোজাখুজি করতে থাকে। এসময় তাকে না পেয়ে তার মোবাইল নম্বরে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি ম্যানেজার মোঃ মনির হোসেন তৎক্ষনাৎ তার মালিক মোঃ রিয়াজ’কে জানায়। পরবর্তীতে মোঃ রিয়াজ গাড়ি হেলপার মোঃ আলামীন হোসেন’কে আসামী করে সিরাজগঞ্জ জেলার, তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২১/১৪৯, ৩৮১ চবহধষ ঈড়ফব, ১৮৬০; রুজু করা হয়।

২। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প আসামীকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯/০৭/২০২৩ইং তারিখ আনুমানিক ১৬ঃ৩০ ঘটিকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা’র নেতৃত্বে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আসামী মোঃ আলামীন হোসেন(২২), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান, সাং-রতনপুর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা’কে পটুয়াখালী জেলার মহিপুর ধানাধীন কুয়াকাটা এলাকা হতে আটক করে। উক্ত সময় তার নিকট হতে চুরিকৃত ৪,৬২,৩৩০/- (চার লক্ষ বাষট্টি হাজার তিন শত ত্রিশ) টাকা সহ ০১(এক) টি মোবাইল ফোন, ০২ (দুই) টি সীম কার্ড ও ০১ (এক) টি বাসের টিকিট উদ্ধার করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামী স্মীকার করে যে, সে সিরাজগঞ্জ জেলার, তাড়াশ থানার মামলা নং-২১/১৪৯, ৩৮১ চবহধষ ঈড়ফব, ১৮৬০; এর এজাহারনামীয় পলাতক আসামী।
৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বাক্ষরিত/-
(তুহিন রেজা)
সিনিয়র সহকারী পুলিশ সুপার
কোম্পানী অধিনায়ক
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত