আন্তর্জাতিক

ভারতে সন্ন্যাসীর বিরুদ্ধে ৫ বছরের শিশুকে আছড়ে মেরে ফেলার অভিযোগ

ভারতে এক সন্ন্যাসীর বিরুদ্ধে পাঁচ বছর বয়সী একটি শিশুকে রাস্তায় আছাড় মেরে খুন করার অভিযোগ অভিযোগ উঠেছে। এরই মধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ঘটনার পরপরই উত্তেজিত জনতার মারধরের শিকার হয়েছেন ওই সন্ন্যাসী। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত ওই সন্ন্যাসীর নাম ওমপ্রকাশ। আর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মথুরায়।

সূত্র জানায়, ৫২ বছর বয়সী ওই ব্যক্তি সন্ন্যাসী রাস্তা দিয়ে হাঁটছিলেন। সপ্তকোশী যাত্রা করছিলেন তিনি। পথে চলতে চলতে হঠাৎই পাঁচ বছর বয়সী বালকটিকে তুলে রাস্তাতেই আছাড় মারেন। বারবার আছাড় মারতে থাকেন ওই বালকটিকে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। জানা গেছে, মৃত বালকটির বাবা ওই এলাকাতেই একটি দোকান চালান।

শিশুটির মৃত্যুর পরই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় জনতা। রেগে গিয়ে তারা প্রবল মারধর করতে থাকেন ওই বয়স্ক সন্ন্যাসীকে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে কোনোরকমে উদ্ধার করা হয় সন্ন্যাসীকে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেন এভাবে একটি শিশুকে খুন করলেন ওই সন্ন্যাসী, তা এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশের সুপারিন্টেনডেন্ট ত্রিগুণ বাইসেন জানান, ‘ওই সন্ন্যাসীকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যাবে, কেন শিশুটিকে খুন করলেন তিনি। তবে এখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি স্থিতিশীল হলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।’

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button