শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
প্রচ্ছদজাতীয়কারিগরি ত্রুটির কারণে আপাতত একটি লাইন দিয়েই ট্রেন চলাচল করছে
টপিক

কারিগরি ত্রুটির কারণে আপাতত একটি লাইন দিয়েই ট্রেন চলাচল করছে

কারিগরি ত্রুটির কারণে সোমবার সকালে মেট্রোরেলের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। আপাতত একটি লাইন দিয়েই ট্রেন চলাচল করছে।এর আগে গত ৯ আগস্ট কারিগরি ত্রুটির কারণে সোয়া দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তখন ডিএমটিসিএল জানায়, কোনো কারণে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে।

সকাল সাড়ে ৮টার পর বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে সোয়া একটা ঘণ্টা বন্ধ থাকার পর পৌনে ১০টার দিকে একটি লাইনে মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, ‘মেট্রোরেলে পাশাপাশি দু’টি লাইন রয়েছে। আজ সকালে একটি ট্রেনের ইমার্জেন্সি ব্রেকে কোনো কারণে চাপ পড়েছে। এ কারণে একটি লাইনে ট্রেন আটকে গেছে। তাই ওই লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।’

তিনি বলেন, টেকনিশিয়ানরা গিয়ে ওই সমস্যা ঠিক করবেন। এরপর একসাথে দুটি লাইনেই মেট্রোরেল চলবে।

মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। সেখানে অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় ছিলেন

উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনে কর্মরত আনসার সদস্য রুবেল মিয়া বলেন, ‘মেট্রোরেল ছেড়ে না যাওয়ায় স্টেশনে অনেক ভিড় রয়েছে। লাইনে কিছু একটা সমস্যা হয়েছে। এ জন্য ট্রেন ছাড়েনি।

গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের নয়টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত