শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
প্রচ্ছদজাতীয়বাংলাদেশের মানুষ বলছে, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না : ফখরুল

বাংলাদেশের মানুষ বলছে, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না : ফখরুল

দেশের বর্তমান সংকট উত্তরণে সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। যত দিন যাবে ততই দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, গণতন্ত্রের ক্ষতি হচ্ছে।ফখরুল বলেন, সরকার ভয় পেয়েছে বলে ২০১৪ সালে যে কাজ করেছিল, ২০১৮ তে নির্বাচনের আগে যে কাজ করেছিল আজকে আবার সে কাজ শুরু করেছে। সরকার কেবল নৌকা ভোট দেন, নৌকায় ভোট দেন বলে যাচ্ছে। এখন বাংলাদেশের মানুষ বলছে, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না। এই ভাঙা নৌকায় মানুষ আর উঠবে না।

আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন। তারা নতুন নির্বাচন কমিশন করে নির্বাচন করবে, এটাই একমাত্র পথ, আর কোনো পথ নাই। সুতরাং যত দ্রুত পারেন ওই জায়গায় যান। তা না হলে সালাম (আবদুস সালাম) সাহেব যেটা বলেছেন তখন পালাবারও পথ খুঁজে পাবেন না।

সরকার পতনের চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমাদের শুধু এ রকম খালিদ হোসেন জ্যাকি, মজনু (রফিকুল আলম মজুন,) মুন্না (আবদুল মোনায়েম মুন্না), শাহীন (গোলাম মাওলা শাহীন) নয়, গত এক মাসে ৩৮৬ জনকে গ্রেপ্তার করেছে সরকার। সুতরাং প্রতিরোধ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, অবশ্যই বাংলাদেশের মানুষ নির্বাচন চায়।

সেই নির্বাচনে তারা ভোট দিতে চায়। সেই নির্বাচনে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এটা প্রমাণিত হয়ে গেছে যে, হাসিনা সরকার থাকলে এবং তার সরকার থাকলে কোনো নির্বাচনই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের বয়স হয়েছে, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী অসুস্থ শরীর নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এখনো কারাগারে লড়াই করে চলেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা ও লিটন মাহমুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি শামসুর রহমান শিমূল বিশ্বাস, রকিবুল ইসলাম বকুল, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত