আবহাওয়াবরগুনাবরিশাল

বেতাগীতে ঘনকুয়াশার আড়ালে সূর্য

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা বরগুনার বেতাগীর জনজীবন। পৌর শহরে ভাসমান শীতবস্ত্রের দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। গতকাল সন্ধ্যার পরও আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলের তাপমাত্রা ১১-১৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা আছে, যা আগামী তিন থেকে চার দিন অব্যাহত থাকবে।

জানা যায়, গত তিন দিন ধরে সন্ধ্যা থেকে অর্ধবেলা পর্যন্ত ছিল শীতের তীব্রতা। টপ টপ ঝরেছে ঘন কুয়াশা। শেষ রাতের দিকে যেন বৃষ্টিই ঝরেছে। কুয়াশার কারণে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে যানবাহনগুলোকে। সন্ধ্যার পর থেকে ছিন্নমূল অসহায় মানুষ ফুটপাতে খড়-কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেছে।

 

 

পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের রিকশাচালক বিমল পরামানিক বলেন, ‘মোগো ভাই শীত অইলোও প্যাডের দায়ে রিকশা চালাতে অইবে। কিস্তিও আছে, ছেলে-মেয়ে খাওন এই রিকশা চালাইয়া জোগাড়

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button