শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালপটুয়াখালীঝালকাঠিতে সিএনজি-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের, আহত ২

ঝালকাঠিতে সিএনজি-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের, আহত ২

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রী মা মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন।নিহত নারী যাত্রীরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।

সোমবার (২৬ জুন) সকাল ৫টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন।

আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে একটি মিনিট্রাক ঢাকা মেট্রো ১৫-২৩ ৩৬ বরগুনার জেলার বামনা থানা হইতে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল বরিশাল হইতে আগত ঝালকাঠিগামী সিএনজি বরিশাল মেট্রো থ ১১-১১১১ অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কা লাগে।

এসময় সিএনজিতে থাকা ড্রাইভারসহ ৪ জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর আহত হয়, অন্যান্যরাও আহত হয়। আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ২ জন মারা যান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত