খেলাধুলাফুটবল

বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল পক্ষ থেকে ঈদ মোবারক

কাতার বিশ্বকাপ যেন বাংলাদেশ-আর্জেন্টিনাকে মিলে মিশে একাকার করে দিয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ খেলেনি, তবে লিওনেল মেসির দেশকে যেভাবে সমর্থন দিয়েছেন বাঙালীরা তাতেই মুগ্ধ দক্ষিণ আমেরিকান দেশটি। সুবাদে আর্জেন্টিনার বিশ্বজয়ের দিন তাদের রাজধানীতেও উড়েছে লাল-সবুজ পতাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি একসাথে করে একটি গ্রাফিকস করা ছবি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।

বাংলাদেশ আর আর্জেন্টিনার ভাষা ও সংস্কৃতিতে মিল নেই। মিল নেই ধর্ম চর্চাতেও। ভৌগোলিকভাবেও দুই দেশের দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটারের বেশি। তবুও আর্জেন্টিনাবাসীর স্বপ্ন পূরণে যেভাবে অনুপ্রেরণা যুগিয়েছিল বাংলাদেশীরা, তা এখনো ভুলতে পারেনি বিশ্বকাপ জয়ীরা।

কাতার বিশ্বকাপের এই একটা আসর যেন বদলে দিয়েছে দুই দেশের মধ্যকার সম্পর্ক। ঘটে গেছে ভালোবাসার বিপ্লব। ভালোবাসার এই বিপ্লবে নতুন সংযোজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশকে ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button