ঝালকাঠিবরিশাল

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, নিহত বেড়ে ১৭

ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

শনিবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, সকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থেকে বরিশালগামী বাসটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৩ জন ও পরে ৪ জন নিহত হন। আহত হন ২৫ জন।

তিনি আরো জানান, আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফিরোজ আহম্মেদ কুতুবী জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসের ভেতরে আরো কেউ আছে কিনা তা দেখা হচ্ছে। বেশিরভাগ যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button