আবহাওয়াপটুয়াখালী

পটুয়াখালীতে ভর দুপুরেও সূর্যের দেখা মেলেনি

পটুয়াখালীসহ দেশের দক্ষিণ অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। একই সঙ্গে ঘন কুয়াশায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা পরছে চারপাশ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত জেলায় সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া বিভাগের তথ্যমতে আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জাগো নিউজকে বলেন, বুধবার সকালে থেকে সূর্যের দেখা মেলেনি। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বরিশাল বিভাগের কোনো কোনো জায়গায় আজ গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টা এমন কুয়াশাপূর্ণ আবহাওয়া বিরাজ করবে।

এদিকে সূর্যের দেখা না মেলায় বুধবার দুপুরেও জেলার সড়ক ও নদীগুলোতে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা যায়। এ কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে নদীতেও কুয়াশার কারণে নৌযান চলাচল কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button