আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মোদির সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজ সভায় আমন্ত্রিত বাইডেনের অভিযুক্ত ছেলে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারকে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে বৃহস্পতিবার আয়োজিত মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজ সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। ফেডারেল অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের একটি চুক্তিপত্রের ব্যাপারে সম্মত হওয়ার মাত্র কয়েকদিন পর তিনি এমন আমন্ত্রণ পেলেন।

প্রেসিডেন্টের নাতনি নাওমি বাইডেনও প্রায় ৪০০ জনের অতিথির তালিকায় রয়েছেন। ২০২২ সালের নভেম্বরে হোয়াইট হাউসে নাওমি বাইডেনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

হোয়াইট হাউসের জানানো আমন্ত্রিতদের তালিকা অনুযায়ী, এ ভোজসভায় হান্টার বাইডেনের সাথে তার স্ত্রী মেলিসা কোহেন উপস্থিত থাকার কথা রয়েছে। এ আমন্ত্রণের তালিকায় রয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং প্রেসিডেন্ট বাইডেনের কন্যা অ্যাশলে বাইডেন।

হান্টার হলেন জো বাইডেনের প্রথম বিয়ের একমাত্র জীবিত সন্তান। ১৯৭২ সালে এক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী ও কন্যাশিশু নিহত হওয়ার মধ্যদিয়ে সেই বিয়ের দুঃখজনক পরিসমাপ্তি ঘটে।

এ সপ্তাহে ফেডারেল ট্যাক্স সম্পর্কিত দুটি অভিযোগের ব্যাপারে আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে সম্মত হওয়ার এবং ড্রাগ ব্যবহারের ইতিহাস থাকা সত্ত্বেও অবৈধভাবে বন্দুক রাখার কথা স্বীকার করার পর আগামী ২৬ জুলাই হান্টার বাইডেনের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন জো বাইডেনের রাজনৈতিক বিরোধীদের একটি প্রধান লক্ষ্য হয়ে আসছে।

আত্মপক্ষ সমর্থনের চুক্তিপত্রের ঘোষণা দেয়ার পর প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি তার ছেলের জন্য ‘অত্যন্ত গর্বিত’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে আয়োজিত ভোজসভায় আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন অ্যালফাবেটের বড় প্রযুক্তি কর্তা সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সত্য নাদেলাসহ অনেক বিশিষ্ট ভারতীয়-আমেরিকান।

অ্যাপলের সিইও টিম কুক, চলচ্চিত্র পরিচালক এম. নাইট শ্যামনাল এবং ডিজাইনার রালফ লরেনও এ তালিকায় রয়েছেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button