ক্রিকেটখেলাধুলা

মিরপুরে ‘বিশ্বকাপ’ উদযাপন করছেন মুশফিক-মাহমুদউল্লাহরা

‘বিশ্বকাপ’ আনন্দে মুখর মিরপুর। ট্রফি নিয়ে উল্লাসে মেতে উঠছেন ক্রিকেটাররা। কেউ ছবি তুলছেন, কেউ বুকে জড়িয়ে ধরছে, কেউ আবার এঁকে দিচ্ছে আলতু চুমু। একটু সাহস করে বলাই যায়, বিশ্বকাপ জয়ের আগে উদযাপনের মহড়া চলছে।

‘বিশ্বকাপ’ জয় হোক না হোক, স্বর্ণ মোড়ানো ১১ কেজির ট্রফিটি এখন আছে বাঘের ডেরাতেই। বাংলাদেশ সফরে থাকা বিশ্বকাপ ট্রফি আজ মঙ্গলবার অবস্থান করছে মিরপুরে। যেখানে ট্রফির সাথে ছবি তুলেছেন ক্রিকেটার, কোচ, স্টাফ ও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা।

বিশ্বকাপের আগে আইসিসির রুটিনমাফিক ট্রফি ভ্রমণের অংশ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কার। গতকাল পদ্মা সেতুতে উন্মোচন ও আনুষ্ঠানিক ফটোসেশনের পর আজ দ্বিতীয় দিন শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছে ট্রফিটি।

তিন দিনের সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল বুধবার থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। যেখানে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। দর্শকরা খুব কাছে থেকে ট্রফি দেখতে ও ছবি তুলতে পারবেন। এরপর রাতেই দেশ ছাড়বে বিশ্ব ক্রিকেটের এই রাজমুকুট।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button