ক্রিকেটখেলাধুলা

প্রথমবারের মতো বিদেশী লিগে খেলার ডাক পেলেন তাওহীদ হৃদয়

জাতীয় দলে এসেছেন মাস চারেক হয়নি, ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি পেয়ে গেছেন তাওহীদ হৃদয়। প্রথমবারের মতো কোনো বিদেশী লিগে খেলার সুযোগ হাতছানি দিয়ে ডাকছে তাকে৷ ডাক এসেছে শ্রীলঙ্কা থেকে। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তাওহীদ হৃদয়। বিকল্প ক্রিকেটার হিসেবে তাকে পেতে আগ্রহী জাফনা কিংস। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের পরিবর্তে জাফনার জার্সিতে দেখা যেতে পারে এই তরুণ ক্রিকেটারকে।

অভিষেকের পর থেকে নামের মতোই হৃদয়কাড়া পারফর্ম করে চলেছেন হৃদয়। যখনই সুযোগ মিলেছে, যেখানেই সুযোগ মিলেছে চেষ্টা করেছেন সেরাটা দেবার। এবার পেয়ে গেলেন এর পুরস্কারও। যা বদলে দিতে পারে তার ক্যারিয়ারের গতিপথ।

আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এবারের এলপিএল। তবে গ্লোবাল লিগ টি-টোয়েন্টির কারণে ৬ আগস্ট পর্যন্ত শোয়েব মালিকের সার্ভিস পাবে না জাফনা। এই সময় তার বিকল্প হিসেবে হৃদয়কে চেয়েছে তারা।

ইতোমধ্যে এনওসির জন্য বিসিবির কাছে আবেদন করেছেন হৃদয়।

ধারণা করা হচ্ছে অনুমতিপত্র পেয়ে যাবেন তিনি। আর সব ঠিক থাকলে ২৮ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন হৃদয়।

হৃদয় ছাড়াও তাসকিনকেও ডাকছে এলপিএল। তাকে দকে ভেড়াতে চায় ডাম্বুলা। জিম-আফ্রো টি-১০ লিগে ব্যস্ত থাকা তাসকিনকেও দেখা যেতে পারে হৃদয়ের সাথে একই বিমানে। তাদের সঙ্গী হতে পারেন মোহাম্মদ মিথুনও৷ ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স।

তবে সবার আগে এই আসরে দল পান সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে দলভুক্ত করে গল টাইটান্স। যদিও গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকায় সাকিবকে প্রথম কয়েক ম্যাচে পাবে না তারা।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button