ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তান দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পূর্ন শক্তির বহর নিয়েই বাংলাদেশে আসছে তারা।স্কোয়াডে ছিলেন না মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির মতো ক্রিকেটাররাও। তবে টেস্টে রেকর্ড ভরাডুবির পর দলে নেয়া হয়েছে তাদের।

ফিরেছেন দলটির প্রাণভোমরা রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল তাকে।

আজ রোববার সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রশিদ, মুজিব, নবি ছাড়াও তারা দলে রেখেছে ফজল হক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজের মতো তারকা ক্রিকেটারদের।

ফলে ফরিদ আহমদ মালিক এবং নূর আহমেদের মতো ক্রিকেটাররা দলে জায়গা হারিয়েছে। স্কোয়াডে নেই নাভিন উল হকের মতো পেসারও।

জুলাইয়ের প্রথম সপ্তাহে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৫ জুলাই মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৮ ও ১১ জুলাই।

আফগানিস্তান স্কোয়াড : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদুল্লাহ কামাল, ইবরাহিম আলি খিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, জিয়া আকবর, ইজহারুল্লাহ নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমাদ, সালিম শাফী ও সৈয়দ আহমদ শিরজাদ।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button