ক্রিকেটখেলাধুলা

হজ করতে সৌদিতে বেশ ক’জন পাকিস্তানি ক্রিকেটার

এ বছর মাকে নিয়ে হজ করছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ও ক্রিকেটার আহমেদ শেহজাদ। একইসাথে দেশটির আরো বেশ ক’জন তারকা ক্রিকেটারও এ উদ্দেশে সৌদিতে পৌঁছেছেন।

অধিনায়ক বাবর আজমের এক টুইটে দেখা যাচ্ছে- মসজিদে নববীর আঙ্গিনায় মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদকে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

ওই টুইটের ক্যাপশনে বিখ্যাত কবি ইকবাল আজমের ‘ফাসেলুঁ কো তাকাল্লুফ হে হাম সে আগার’র দু’টি লাইন লিখেছেন বাবর। যার অর্থ- যখনই সবুজ গম্বুজ নজরে আসে, তখনই বদলে যায় জীবনের সম্পর্ক।

এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আরেকটি ছবি। তাতে পাকিস্তানের বেশ ক’জন তারকা ক্রিকেটারকে একসাথে দেখা যাচ্ছে।

ওই ছবিতে উপরোল্লিখিত তিনজন বাদেও বাবরের বাবা, সাবেক অধিনায়ক ইনজামামুল হক ও তার ভাই, ফাহিম আশরাফ ও ফখর জামান রয়েছেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button