ক্রিকেটখেলাধুলা

কাবা শরিফের মেঝে পরিষ্কার করছেন রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ানের ধর্মপ্রীতির কথা কার না জানা! ক্রিকেটের বাইশগজের গণ্ডিও হতে পারেনি তার ধর্ম চর্চায় বাধা। ইসলামকে যিনি ধারণ করে থাকেন মনেপ্রাণে। ধর্মীয় রীতিনীতিতে শ্রদ্ধাশীল থাকেন সবসময়।পাকিস্তানের এই তারকা ক্রিকেটাররা হজে গেছেন মা ও স্ত্রীকে নিয়ে।

হজ পালন করতে ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন মোহাম্মদ রিজওয়ান, খবরটা পুরনো। বন্ধু পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সাথে মদিনাতুল মুনাওয়ারায় দেখা যায় তাকে।

বার কাবা শরিফ প্রাঙ্গণে এক ভিন্ন চরিত্রে দেখা গেল রিজওয়ানকে। ব্যাট হাতে বাইশগজে রাজ করা রিজওয়ানের হাতে দেখা মিলল মুছনির। যার সাহায্যে আল্লাহর ঘরের মেঝে পরিষ্কার করছেন তিনি। যেকোনো মুসলমানের জন্য গর্বের মুহূর্ত নিঃসন্দেহে।

এখানেই প্রথম নয়, রিজওয়ানের ধর্মপ্রীতি অনেকের জন্যই আদর্শস্বরূপ। যখন যেখানেই সুযোগ মেলে, ইসলামকে জানতে চান, জানাতে চান রিজওয়ান। ইসলামের সৌন্দর্য ফেরি করে বেড়ান।

অন্যরা যখন খোশগল্পে মাশগুল, বিপরীত তখন রিজওয়ান। মাঠে কিংবা ঘাটে সময় হলেই নামাজে দাঁড়িয়ে যান। সুযোগ হলেই পাঠ করেন পবিত্র কোরআন।

গত বছর নিউজিল্যান্ডে খেলতে গিয়ে তাকে দেখা যায় মসজিদের মিম্বরে ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দিতে। অন্যদের নিকট ইসলামের সৌন্দর্য বর্ণনা করছিলেন তিনি।

তার যে বিষয়টা বরাবরই নজর কাড়ে, তা হলো তার সদা হাসিমুখ। কঠিন সময়েও হাসিমুখে কথা বলেন প্রতিপক্ষের সাথে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button