ক্রিকেটফুটবল

বাফুফে থেকে ৫০ লাখ টাকা পাচ্ছেন ফুটবলাররা

জামাল ভূঁইয়াদের সাফল্যে বেশ উচ্ছ্বসিত বাফুফে। সাফের সেমিফাইনালে উঠাকে বেশ বড় করে দেখছে তারা। তাইতো এসেছে বড় অংকের পুরস্কার ঘোষণা। বাফুফে থেকে ৫০ লাখ টাকা পাচ্ছেন ফুটবলাররা।ভুটান ম্যাচের আগে ঘোষিত সেই টাকার অংকটা জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। তিনি বলেছেন, ‘সভাপতি ভুটান ম্যাচের আগেই বলেছেন, ৫০ লাখ টাকা দেবেন যদি সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

পুরস্কারের ঘোষণা অবশ্য আগেই ছিল। আগেই বাফুফে সভাপতি জানিয়েছিলেন, দল সেমিফাইনালে উঠলে বড় কোনো পুরস্কার দেবেন।তবে কি সেই পুরস্কার তা জানা ছিল না। তবে ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হবার পর জানা গেলো টাকার অংকটা।

যদিও এই পুরস্কারের দাবিটা ছিল ফুটবলারদের পক্ষ থেকেই। সাফে যাবার আগেই নাকি জামাল ভূঁইয়াতা দেখা করতে যান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায়। এই সময় নাকি বাফুফে বসকে বলে আসছিলেন, সেমিতে উঠলে কিন্তু বোনাস দিতে হবে।

কথা রেখেছেন বাফুফে সভাপতি। অনড় তার দেয়া জবানবন্দিতে। বেশ মোটা অংকের টাকাই উপহার দিচ্ছেন তিনি। অবশ্য এই পুরস্কারের প্রাপ্য টাইগাররা। এক যুগেরও বেশী সময় সেরা চারে রাখা হয়নি পা। ২০০৯ সালে শেষবার সাফের সেমিফাইনাল খেলার পর এবার ফের সেমিতে খেলার সুযোগ পেল বাংলাদে। সময়ের হিসেবে দীর্ঘ ১৪ বছর পরে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button