ক্রিকেটখেলাধুলা

আমার বন্ধু তাসকিন : ‘বাংলা’য় সিকান্দার রাজার পোস্ট

জাতীয় দলের দীর্ঘ বিরতিতে তাসকিন আছেন জিম্বাবুয়েতে। জিম-আফ্রো টি-টেন লিগ খেলতে গেছেন তিনি। খেলবেন বুলাওয়ে ব্রেভসের হয়ে। একই দলে খেলবেন সিকান্দার রাজাও। নিজের দেশে তাসকিনকে বেশ ভালোভাবেই স্বাগত জানিয়েছেন এই অলরাউন্ডার। পরিচয় করিয়ে দিয়েছেন ‘বন্ধু’ বলে। তবুও কিনা বাংলাতে!

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন তাসকিন আহমেদ। দারুণ ছন্দে মাতিয়ে রেখেছেন সমর্থকদের। তার পারফরম্যান্সের দ্যুতি দেশের সীমানা ছাড়িয়েছে বহু আগেই, ছড়িয়ে পড়েছে বর্হিবিশ্বেও। সুবাদে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও বেড়েছে তার কদর।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি লিগ থেকে খেলার আমন্ত্রণ পেয়েছেন তিনি, ডাক পেয়েছেন আইপিএল থেকেও! তবে দেশের কথা ভেবে আর চোট থেকে নিজেকে মুক্ত রাখতে মোটা অংকের অফার ফিরিয়ে দিয়েছেন তিনি।

তবে আফগানিস্তান সিরিজের পর প্রায় দেড় মাসের একটা বিরতি আছে আন্তর্জাতিক ক্রিকেটে। এই সময়ে খেলার মাঝে নিজেকে ব্যস্ত রাখতে তাসকিন এখন অবস্থান করছেন জিম্বাবুয়েতে। সেখানকার নতুন ক্রিকেট লিগ ‘জিম-আফ্রো টি-১০’ লিগে খেলবেন তিনি।

এইখানে তার সতীর্থ জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলবেন দুজনে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা এই অলরাউন্ডার দেবেন দলটার নেতৃত্বও৷ অধিনায়ক হিসেবে দলে তাসকিনকে পেয়ে বেশ উচ্ছ্বসিত এই অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাসকিনের সাথে ছবি আপলোড করে লিখেছেন, ‘যারা জানতে চাচ্ছেন তাসকিন আহমেদ কোথায়, তাদেরকে বলছি, এই যে সে।’ এর পর ‘বাংলিশ’ ভাষায় লিখেন, ‘আমার বন্ধু তাসকিন।’

হারারেতে আজ উদ্বোধনী দিনেই হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনদের বুলাওয়ে ব্রেভস। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। ২৯ জুলাই আসরের ফাইনাল।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button