ক্রিকেটখেলাধুলা

বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ আসর। সূচি অনুযায়ী বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে শনিবার (৭ অক্টোবর)। তবে মূল বিশ্বকাপ মিশন শুরু হবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যার সূচি ও প্রতিপক্ষের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার রাতে (২৩ আগস্ট) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আইসিসি। জানানো হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

প্রকাশিত সূচি অনুযায়ী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাছাইপর্বে খেলতে আসা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। অপর প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জস বাটলারদের বিপক্ষে সোমবার (২ অক্টোবর) মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের এই দুই প্রস্তুতি ম্যাচের ভেন্যুও চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ম্যাচ দুটিই অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি :
২৯ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (গুয়াহাটি)
২ অক্টোবর : ইংল্যান্ড বনাম বাংলাদেশ (গুয়াহাটি)

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button